বুধবার, ডিসেম্বর ২৯, ২০২১
সময় জার্নাল প্রতিবেদক : নির্মাণ শ্রমিকদের মাঝে ধূমপানের বিভিন্ন ক্ষতিকর দিক উল্লেখ করে করোনার ভয়ংকর ধরণ ওমিক্রণসহ অন্যান্য রোগের উপসর্গে ধূমপানের সম্পৃক্ততা নিয়ে একটি কাউন্সিলিং অনুষ্ঠিত হয়েছে।
ধূমপান মুক্ত বাংলাদেশ চাই সোসাইটির চেয়ারম্যান শফিকুল ইসলামের উদ্যোগে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানী কুড়িল বিশ্বরোডে এ কাউন্সিলিং অনুষ্ঠিত হয়।
এসময় সিনো হাইডা হেলিপেড এক্সপ্রেস বিল্ডিং কন্সটাকশন কোম্পানির ইঞ্জিনিয়ার ও কর্মকর্তাসহ নির্মাণ শ্রমিকরা উপস্থিত ছিলেন।
এব্যাপারে ধূমপান মুক্ত বাংলাদেশ চাই সোসাইটির চেয়ারম্যান শফিকুল ইসলাম সময় জার্নালকে জানান, নির্মাণ শ্রমিকদেরকে ধূমপানে নিরুৎসাহিত করতে সচেতনতা সৃষ্টি করে তাদেরকে ধূমপান মুক্ত রাখতেই আমাদের এই আয়োজন।
সময় জার্নাল/এসএ