বুধবার, ডিসেম্বর ২৯, ২০২১
এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর জেনারেল হাসপাতালের স্টাফ নার্স খোদেজা খাতুনকে শারিরীক ও মানসিক ভাবে লাঞ্ছিত করেছেন বলে ফরিদপুর সিভিল সার্জনের নিকট অভিযোগ দাখিল করেছেন খোদেজা বেগমসহ ফরিদপুর জেনারেল হাসপাতালের ৫১ জন স্টাফ নার্স।
অভিযোগ সূত্রে জানা যায়, ২৭-১২-২১ ইং তারিখে ভ্যাকসিন টিকাদান কেন্দ্রে খোদেজা বেগম সকালে মেয়েকে নিয়ে ভ্যাকসিন দিতে গেলে সিভিল সার্জন অফিস কার্যালয়ের প্রধান সহকারী মোঃ জালালউদ্দিন সরদার এ অনাকাঙ্খিত কর্মকান্ডটি করেন।
তাৎক্ষণিকভাবে এ প্রতিবাদ করেন অপর ব্রাদার (স্টাফ নার্স) আবুল হোসেন মিয়া। তাহাকেও শারিরীক ও মানসিক ভাবে লাঞ্ছিত করে জালালউদ্দিন সরদার। এ বিষয়ে ফরিদপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ গনেশ আগরওয়ালা এর সত্যতা স্বীকার করে বলেন, এদের সাথে সামান্য কথাকাটি হয়েছে আমি শুনেছি। সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী মোঃ জালালউদ্দিন জানান খোদেজার সাথে এমন কিছু হয়নি, একটু কথা কাটাকাটি হয়েছে।
ফরিদপুর জেনারেল হাসপাতালের ব্রাদার ( স্টাফ নার্স) আবুল হোসেন জানান, প্রধান সহকারী জালাল সরদার স্টাফ নার্স খোদেজাকে লাঞ্চিত করার প্রতিবাদ করায় আমাকে ও শারীরিকভাবে লাঞ্চিত ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। তিনি আরো বলেন মাননীয় সিভিল সার্জনের নিকট আমার দাবী তিনি যেন সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করে এবং ভবিষ্যতে যে কারো সাথে এমন কর্মকাণ্ড না করে ।
ফরিদপুর জেনারেল হাসপাতালের ৫১ জন স্টাফ নার্সরা প্রধান সহকারী মোঃ জালালউদ্দিনের বিরুদ্ধে আইনগত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সিভিল সার্জনকে দাবি জানান।
সময় জার্নাল/এলআর