ওয়াজেদুল হক, মেহেরপুর প্রতিনিধি:
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবীতে মেহেরপুর জেলা বিএনপি’র উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর-কাথুলি সড়কের কাথুলি বাসষ্ট্যান্ডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি মাসুদ অরুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাড. জয়নুল আবেদীন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ওয়ান ইলেভেনের সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মামলা হয়েছিল ১৫টি। বেগম খালেদা জিয়ার নামে হয়েছিল ৪টি মামলা। সরকার গঠণের পর প্রধানমন্ত্রী ক্ষমতার বলে তার সব মামলা প্রত্যাহার করে নিয়ে সাধু সেজেছেন। আর খালেদা জিয়ার ৪টি মামলাকে ৩৬টি বানিয়েছে। তাকে সহ জিয়া পরিবারকে রাজনীতি থেকে সরিয়ে দিতেই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে মিথ্যা মামলা দায়ের করেছে।
খালেদা জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দিতে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পুরে রেখেছে। স্লো পয়জনিং করে তাকে মৃত্যু সজ্যায় নিয়েছে। তিনি বলেন, সংবিধান অনুযায়ী প্রধান মন্ত্রী শপথ বাক্য পাঠ করেছেন। অথচ তিনি অহরহ মিথ্যা কথা বলে শপথ ভঙ্গ করে যাচ্ছেন। শেখ হাসিনা সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে। গণজোয়ারে ভেসে যাবেন আপনারা। পালাবার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন নিয়ে এখন নতুন নাটক চলছে। এর আগে নাটক করে দুটি কমিশন করেছেন। একটি রকিব কমিশন আর একটি হুদা কমিশন। রকিব কমিশন বিনা নির্বাচনে ১৫৪ আসন দিয়েছেন আর হুদা কমিশন দিনের ভোট রাতে দিয়েছেন।
যুগ্ম মহাসচিব এমপি হারুনুর রশিদ বলেন, সংকটের সমাধান চাইলে বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার সাথে সংলাপে বসতে হবে। গৃহপালিত দলের সাথে নাটকীয় সংলাপ করে লাভ হবে না। তামাশার সংলাপ বাদ দিয়ে যৌক্তিক সংলাপে বসুন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি’র খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহঃ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, মেহেরপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন সহ জেলা বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন জেলা থেকে আগত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সময় জার্নাল/এলআর