আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে গত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ সংখ্যক করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) পবিত্র শহর মক্কায় কাবা শরীফ এলাকায় সামাজিক দূরত্ব ব্যবস্থা পুনরায় জোরদার করা হয়েছে।
কাবা শরীফ এলাকায় ও আশেপাশের মেঝে সামাজিক দূরত্বের জন্য চিহ্ন আঁকা শুরু করেছে। খবর এএফপি’র।
সৌদি কর্তৃপক্ষ বলেছে যে, তারা মুসল্লী ও ওমরাহ যাত্রীদের জন্য কাবা শরীফে সামাজিক দূরত্বের প্রয়োজনীয় ব্যবস্থা পুনরায় আরোপ করবে।
এর আগে, রাজ্য ভেতর ও বাইরে উভয় স্থানেই সামাজিক দূরত্ব ও মাস্কের পুনরায় প্রয়োজন হবে বলে উল্লেখ করে।
আনুমানিক সাড়ে ৩ কোটি মানুষের রাজ্যে এ পর্যন্ত আরও ৫ লাখ ৫৪ হাজারের বেশি করোনভাইরাস সংক্রমণের ও ৮ হাজার ৮৭৪ জনের মৃত্যুর রেকর্ড করেছে।
উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে সৌদি আরবেই সর্বোচ্চ সংখ্যক প্রাণহানি ঘটেছে।
এমআই