সময় জার্নাল প্রতিবেদক :
ঢাকার সাদ্দাম মার্কেট সংলগ্ন বাইতুল মাতিন জামে মসজিদে বায়োজিত ৩০ দিন ব্যাপী মক্তবের ছাত্রদের দৈনিক ৫ ওয়াক্ত নামাজ আদায়কারী ২৭ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।
মাসজিদ কমিটি আয়োজিত মহতি এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন সেন্ট্রাল শরী'আহ বোড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের সাবেক সেক্রেটারী জেনারেল আবুল কাছেম মু: সফিউল্লাহ। বিশেষ অতিথি হিসাবে আলোচনা করেন বিশিষ্ট লেখক, গবেষক ও লেকচারার মু: জাহিদুল ইসলাম সুজন। স্বাগত বক্তব্য দেন মসজিদের খতিব মাওলানা মোবারক বিন নুরুল আলম।
এছাড়াও আরো বক্তব্য দেন মসজিদ কমিটির সেক্রেটারী আলহাজ্ব সালেহ আহম্মাদ ভুইঞা, ঢাকা সুপ্রিমকোর্টের এডভোকেট মনিরুল ইসলাম, আব্দুল কাফফার মোল্লা ও আব্দুল মোতালেব।
সভাপতির বক্তব্য প্রদান করেন বাইতুল মাতিন জামে মসজিদের মুতাওয়াল্লী আলহাজ্ব আব্দুল মতিন মুন্সী।
সময় জার্নাল/ইএইচ