সময় জার্নাল প্রতিবেদক : বাজারে এলো এএনএইচ লিমিটেডের ‘সোপি ডিটারজেন্ট পাউডার’। এছাড়াও সোপি লিকুইড ডিটারজেন্টও পাওয়া যাচ্ছে। প্রচলিত ডিটারজেন্ট পাউডার থেকে অনেকগুণ কার্যকরী ও এন্টিব্যাকটেরিয়াল উপাদান সমৃদ্ধ এই ডিটারজেন্ট পাউডার কাপড় থেকে সহজে দাগ দূর করে এবং কাপড়কে রাখে জীবাণুমুক্ত। এটি সুতি, উল, সিল্কসহ সবধরনের কাপড়ের জন্য উপযোগী এবং ওয়াশিং মেশিনেও এটি ব্যবহার করা যায়।
বাজারে সোপি ডিটারজেন্টের ৫০ গ্রাম থেকে শুরু করে এক কেজির প্যাকেট পাওয়া যাচ্ছে। দেশের বিভিন্ন সুপার শপসহ মুদি ও স্টেশনারী দোকান থেকে ক্রেতারা সোপি ডিটারজেন্ট পাউডার কিনতে পারবেন।
সোপি ডিটারজেন্ট পাউডারে মূল উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছে সোডিয়াম কার্বোনেট, সোডিয়াম সালফেট, সোডিয়াম এলএএস, পারফিউম, ডিএএসসিসি, ডিএসবিপি। ৫-৮টি কাপড় ধোয়ার জন্য ২ চামচ সোপি ডিটারজেন্ট পাউডারই যথেষ্ট। এছাড়াও ওয়াশিং মেশিনে ৩ চামচ সোপি ডিটারজেন্ট পাউডার দিয়ে ৮-১২টি কাপড় ধোয়া যায়।
সোপি ডিটারজেন্ট পাউডার, লিকুইড ডিটারজেন্ট, স্যানিটাইজার, জীবাণুনাশক, হ্যান্ডওয়াশ, ফ্লোর ক্লিনার, টয়লেট ক্লিনার, ডিশ ওয়াশ, গ্লাস ক্লিনার, টিভি স্কিন ক্লিনার ও গ্লিসারিনসহ বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন ও বাজারজাত করছে এএনএইচ লিমিটেড।
সময় জার্নাল/এসএ