মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি:
পতাকা উত্তলন, কেক কাটা, র্যালী, আলোচনা সভা সহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে হিলিতে পালিত হয়েছে ছাত্রদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
দিবসটি উপলক্ষে শনিবার সকালে বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সুচনা করা হয়। এর পরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতাকর্মীরা। এরপর দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন হাকিমপুর থানা সভাপতি আনোয়ার হোসেন।
পরে ছাত্রদলের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এসময় সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। র্যালীতে ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতারা অংশ গ্রহণ করেন।
এসময় বক্তারা বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়াকে অনতিবিলম্বে মুক্তি দিয়ে বিদেশে সু-চিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
থানা ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেনেরে সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য রাখেন সাকেব ছাত্রদল নেতা ও হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পি, মহিলা ভাইস চেয়াম্যান পারুল নাহার থানা ছাত্রদলের সদস্য সচিব শাহাদত হোসেন সোহাগ, যুগ্ন আহবায়ক জাহিদ ইকবাল রানা, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক চঞ্চল আহম্মেদ,মনোয়ার হোসেন, সদস্য জয়নাল আবেদিন লিটন, সোহাগ হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/এলআর