সময় জার্নাল ডেস্ক : বিটিআরসি’র নবনিযুক্ত চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দিত করলেন বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল আলম।
পরে তারা সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ আলোচনা করেন। এ সময় বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল আলমকে নিজের লেখা বই স্মারক উপহার দেন বিটিআরসি’র চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদার।
সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেসিক ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন, উপ-মহাব্যবস্থাপক ও দিলকুশা শাখার ইনচার্জ সাইদুর রহমান সোহেল, প্রধান কার্যালয়ের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ডিভিশনের সহকারি ব্যবস্থাপক অরিজিৎ সিকদার এবং এমআইএস ডিভিশনের সহকারি ব্যবস্থাপক শেখ মোহাম্মদ সুমন।