ইমাম মেহেদী : ২৫ মার্চ অমর একুৃশে গ্রন্থমেলার মূল মঞ্চে 'স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বাংলাদেশের গণহত্যা ও আন্তর্জাতিক স্বীকৃতি' শিরোনামে আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ঠ সাংবাদিক স্বদেশ রায়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. আহমেদ শরীফ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. চৌধুরী শহীদ কাদের ও বীর মুক্তিযোদ্ধা লে. কর্নেল (অব) কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর মামুন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, গণহত্যা মানুৃষের আদিপাপ, বহুবছর চলছে, মায়ানমার তার উদাহরণ। গণহত্যার বিচার খুব কমক্ষেত্রেই হয়েছে। এটি একটি অপরাজনীতি। এই অপরাজনীতির বিরুদ্ধে রুখে দাড়ানোর পথ হল ইতিহাস ও স্মৃতি সংরক্ষণ করা।
লেখক মঞ্চের অতিথি ছিলেন আহম্মেদ শরীফ, কাজী রাফি, কবি সরকার মাসুদ।
সময় জার্নাল/ইম