সময় জার্নাল প্রতিবেদক : চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে পরিবেশবান্ধব সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে ধূমপান বিরোধী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ জানুয়ারি) ধূমপান মুক্ত বাংলাদেশ চাই সোসাইটির চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে এ জনসচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়। এসময় ধূমপান মুক্ত দেশ গঠনে পর্যটকদের সহযোগিতা কামনা করেন তারা।
ধূমপানের কুফল সম্পর্কে বক্তব্য রাখেন ধূমপান মুক্ত বাংলাদেশ চাই সোসাইটির চট্টগ্রাম জেলা সভাপতি ও টুরিস্ট পুলিশ পতেঙ্গা সাব জোনের উপ পরিদর্শক জাহিদুল ইসলাম জসিম।
এসময় তিনি বলেন, মাদক মুক্ত দেশ গঠন করতে হলে সবার আগে ধূমপান মুক্ত দেশ গঠন করতে হবে। ধূমপানকারীকে আর্থিক ও শারীরিক ক্ষতির সম্মুখীন হতে হয়। আসুন আমরা সকলে মিলে ধূমপান মুক্ত বাংলাদেশ গড়ি।
সময় জার্নাল/এসএ