ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় এজাহারভুক্ত বিএনপির ৩১নেতা কর্মীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
দুপুরে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজসহ ৮০জন নেতা-কর্মী নাটোরের জেলা ও দায়রা জজ শরিফ উদ্দিনের আদালতে জামিনের আবেদন জানায়। শুনানী শেষে বিচারক বিএনপির ৩১ নেতা-কর্মীকে জেল হাজতে প্রেরণ এবং অবশিষ্ট ৪৯ জনের জামিন মঞ্জুর করেন।
এর আগে ১ ডিসেম্বর অভিযুক্তরা উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের আগাম জামিন নিয়েছিল। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ তারা নিম্ন আদালতে আতত্মসমর্পণ করে। এর আগে ২০২১সালের ২২ নভেম্বর বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নাটোর শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি।
সে সময় পুলিশের সাথে বিএনপি নেতা কর্মিদের সংঘর্ষে ওসি, সাংবাদিক সহ ২০ জন আহত হয়। এতে পুলিশ বাদি হয়ে মোট ১১৬জনের নাম উল্লেখ সহ পাঁচ শতাধিক অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন।
সময় জার্নাল/এলআর