মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

মঙ্গলবার, জানুয়ারী ৪, ২০২২
টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি: নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার মাউন্ট মঙ্গানুই টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডকে আট উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের এ জয়ে কিউদের ঘরের মাঠে টানা ১৭ টেস্ট অপরাজিত থাকার ধারাও ভাঙলো।

এছাড়া এ জয়ের ফলে নিউজিল্যান্ডের মাটিতে কোনো ফরম্যাটে প্রথমবারের মতো জয় পেল টাইগাররা। একইসাথে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও এটাই মুমিনুল হকদের প্রথম জয়।

কিউইদের ৮ উইকেটে পরাজিত করে এমন ইতিহাস গড়া কীর্তির নায়ক পেসার এবাদত হোসেন চৌধুরী। ২১ ওভারে ৬ মেডেনে ৪৬ রানের খরচায় ৬ উইকেট নিয়েছেন তিনি।

নিউজিল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানে আউট করার পর জয়ের জন্য বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ৪০ রান। ২ উইকেট হারিয়ে তা করে ফেলে তারা।
স্কোর
নিউজিল্যান্ড : ৩২৮ ও ১৬৯
বাংলাদেশে : ৪৫৮ ও ৪২/২

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল