বুধবার, জানুয়ারী ৫, ২০২২
চাকরি জার্নালঃ
ইসলামী ব্যাংক বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটি বিগত বছরের মতো এবারও লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : রিলেশনশিপ অফিসার। পদের সংখ্যা : ১টি।
আবেদন যোগ্যতা : প্রার্থীকে কমপক্ষে স্নাতক পাস বা সমমান ডিগ্রি থাকতে হবে। ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউশনে কমপক্ষে এক বছর সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ডিজিটাল সার্ভিস প্রোডাক্ট নিয়ে সেলস ও মার্কেটিংয়ে কাজে পারদর্শী হতে হবে।
প্রার্থীর বয়স কমপক্ষে ২২ বছর হতে হবে। সবোর্চ্চ ৩৩ বছর বছর আবেদন করা যাবে।
বেতন ও সুযোগ সুবিধা : প্রার্থীর বেতন নির্ধারণ হবে ব্যাংকের নীতিমালা অনুসারে। বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
নিয়োগ প্রক্রিয়া : ইসলামী ব্যাংক বাংলাদেশ কর্মী নিয়োগ দেয় নিয়োগ পরীক্ষা গ্রহণের মাধ্যমে। প্রতিষ্ঠানটি প্রাথমিক বাছাইকৃতদের ভাইভা পরীক্ষার জন্য ই-মেইল বা এসএমএসের মাধ্যমে ডাকবে। যদিও এক্ষেত্রে প্রার্থীদের কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
আবেদনের শেষ তারিখ : ১৮ জানুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
এমআই