এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে ৫ম ধাপে জেলার সদরপুর উপজেলার ৯টি ও মধুখালী উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত ৫ই জানুয়ারী। উক্ত দুইটি উপজেলায় মোট ১৩টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সদরপুরে ৩টিতে ও মধুখালীতে দুইটি মোট ৫টি ইউনিয়নের নৌকার প্রতিক নির্বাচিত হয়েছে আর বাকি ৮টি ইউপিতে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হয়েছে।
জেলার সিনিয়র আওয়ামীলীগের নেতারা ও উপজেলা পর্যায়ের তৃণমূল নেতা কর্মীরা জানান, মনোনয়ন বাণিজ্য ও অযোগ্য ব্যক্তিদের মনোনয়ন দেওয়ার কারনে নির্বাচনে নৌকার প্রতীক প্রার্থীদের পরাজয় বরণ করতে হয়েছে দাবি তাদের।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক নেতাকর্মীরা জানান, ফরিদপুরে শীর্ষ পর্যায়ের এক নেতার কারনে আজ আমাদের পরাজয় বরণ করতে হয়েছে। ফরিদপুরে বেশীরভাগ উপজেলায় এ ধরনের ঘটনা ঘটছে।
অপরদিক্র সদরপুরের ৯ টি ইউনিয়নের মধ্যে চরমানাইর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নৌকার প্রতীক নিয়ে নির্বাচন করেন মো বজলু মাতুব্বর । তিনি সর্বমোট ভোট পেয়েছেন ৫৬ টি ।
এলাকাবাসীরা এই নির্বাচনে আ: লীগের ভরাডুবির ব্যাপারে জানান , স্বাধীনতার ৫০ বছরের মধ্যে সদরপুর উপজেলার চরমানাইর ইউনিয়ন নির্বাচনে এতো বড় আঃ লীগ প্রার্থীর শোচনীয় পরাজয় এই প্রথম । এলাকাবাসী আরো জানান, ফরিদপুরে ইদানীং কমিটি বাণিজ্য ও মনোনয়ন বানিজ্য যেভাবে শুরু হয়েছে এর প্রতিরোধ না করতে পারলে আগামীতে দলের চরম বিপর্যয় হয়ে পড়বে। কোন নেতারা এই ধরণের মনোনয়ন ও কমিটি বাণিজ্য করছে তাদের এখনি সনাক্ত করে দল থেকে অব্যাহতি দেওয়া উচিত বলে ও তারা দাবি করেন।
সময় জার্নাল/এলআর