পলাশ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট সদর উপজেলার মরগাহাট এলাকার কে.জে.এস.পি ইউঃ স্কুল এ্যান্ড কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতির বিরুদ্ধে প্রধান শিক্ষক আনন্দ কুমার পালকে মারধরের অভিযোগ উঠেছে। মারধরের বিচার চেয়ে বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) সকালে ওই শিক্ষক বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
মারধরের শিকার প্রধান শিক্ষক আনন্দ কুমার পাল বলেন, বুধবার (৫ জানুয়ারি) আমার কক্ষে বসে দাপ্তরিক কাজ করছিলাম। বেলা ১১টার দিকে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ সোহাগ, স্থানীয় ইউপি সদস্য লিটনসহ ৫-৬জন লোক আমার কক্ষে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই সভাপতি মহোদয় আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে আমি প্রতিবাদ করলে সে আমাকে মারধর করেন। আমাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেন তিনি। এই অবস্থায় আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।
হঠাৎ করে বিদ্যালয়ের সভাপতি কেন চড়াও হল এমন প্রশ্নে প্রধান শিক্ষক আরও বলেন, নৈশ প্রহরী নিয়োগ ও তার বেতন ভাতা বিষয়ে সভাপতির সাথে আমার কিছুটা মতনৈক ছিল। সেই জেরেই আমাকে মারধর করেছে।
এ বিষয়ে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করার জন্য সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি।
সময় জার্নাল/এলআর