শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

জিডিতে যেসব অভিযোগ তুলেছেন ডা. মুরাদের স্ত্রী

বৃহস্পতিবার, জানুয়ারী ৬, ২০২২
জিডিতে যেসব অভিযোগ তুলেছেন ডা. মুরাদের স্ত্রী

সময় জার্নাল প্রতিবেদক : সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মারধর, গালিগালাজ ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ এনে রাজধানীর ধানমণ্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার স্ত্রী ডা. জাহানারা এহসান। প্রথমে ৯৯৯-এ ফোন করে নির্যাতনের অভিযোগ করেন ডা. জাহানারা। 

জিডিতে ডা. জাহানারা এহসান অভিযোগ করেন, বিবাদী ডা. মুরাদ হাসান আমার স্বামী। তিনি বর্তমান সরকারের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী। সাম্প্রতিক সময়ে কারণে-অকারণে আমাকে ও সন্তানদের অকথ্য ভাষায় গালিগালাজসহ শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে এবং হত্যার হুমকি দিচ্ছে। আজ বৃহস্পতিবার দুপুরে দিকে আমাকে ও আমার সন্তানদের গালিগালাজ করে এবং মারধর করার উদ্যোগ গ্রহণ করলে আমি ৯৯৯ এ ফোন করি। এরপর ধানমণ্ডি থানা পুলিশ কল পেয়ে বাসায় পৌঁছালে তার আগেই সে বের হয়ে যায়। এমতাবস্থায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বিবাদী আমার ও আমার সন্তানদের যে কোন ক্ষতি করতে পারে।

সময় জার্নাল/ইএইচ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল