নিজস্ব প্রতিবেদক। রাজধানীর গুলিস্তানের কাপ্তান বাজার মোড়ে ব্রেক ফেল করা একটি বাসচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
শনিবার (৮ জানুয়ারি) সকালে মেঘলা পরিবহনের বাসচাপায় তাদের মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাপ্তান বাজার মোড়ে দাঁড়িয়েছিলেন কয়েকজন পথচারী। এ সময় বেপরোয়া মেঘলা পরিবহনের একটি বাস ধাক্কা দিলে দুজন মারা যান। আহত হন আরও দুজন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
সময় জার্নাল/আরইউ