মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

সিরিয়া সীমান্তে ৩ তুর্কি সেনা নিহত

শনিবার, জানুয়ারী ৮, ২০২২
সিরিয়া সীমান্তে ৩ তুর্কি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার সীমান্তবর্তী এলাকা তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের সানলিউরফা প্রদেশে বিস্ফোরণের ঘটনায় তিন তুর্কি সেনা নিহত ও একজন আহত হয়েছেন।

টার্কিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে শনিবার এ তথ্য জানায় দেশটির সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।

এক বিবৃতিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণের ফলে সেনা সদস্যরা নিহত হন। এ ঘটনায় আমরা গভীর দুঃখ পেয়েছি। আমরা সমবেদনা জানাচ্ছি এবং নিহতদের পরিবার, সশস্ত্র বাহিনী ও জাতি যেন শোক সাইতে পারে সে কামনা করছি।

খবরে বলা হয়, তুর্কি সেনারা সিরিয়ার তাল আবিয়াদ সীমান্তবর্তী এলাকার কাছে গাড়িতে টহল দেওয়ার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।  

প্রতিশোধ নিতে তাল আবিয়াদে পিকেকে/ওয়াইপিজির অবস্থানে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে টার্কিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, প্রতিশোধমূলক হামলায় পিকেকে/ওয়াইপিজির ১২ সদস্য নিহত হয়েছেন।

উত্তর সিরিয়া থেকে সন্ত্রাসীদের নির্মূলের  মাধ্যমে নিজের সীমান্ত সুরক্ষিত করা, শরণার্থীদের নিরাপদে দেশে ফেরার ব্যবস্থা করা ও সিরিয়ার অখণ্ডতা রক্ষায় ২০১৯ সালে ‘অপারেশন পিস স্প্রিং’ শুরু করে তুরস্ক। আন্তর্জাতিক আইনের মধ্যে থেকেই এ অভিযান চালানো হচ্ছে বলে দাবি আঙ্কারার।

সময় জার্নাল/এসএ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল