সময় জার্নাল প্রতিবেদক : সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চার বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। আজই তারা শপথ নেবেন।
রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।
শনিবার রাতে রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে তাদের আপিল বিভাগে নিয়োগ দেন।
নিয়োগ পাওয়া চার বিচারপতি হলেন- বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ।
এর আগে গত ৩০ ডিসেম্বর দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
নতুন প্রধান বিচারপতিসহ এখন আপিল বিভাগে দায়িত্বে রয়েছেন আরও তিনজন বিচারপতি। তারা হলেন- বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি ওবায়দুল হাসান।
এদিকে প্রধান বিচারপতি হিসেবে হাসান ফয়েজ সিদ্দিকীকে নিয়োগ দেওয়ার কিছুক্ষণ পর আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক বিচারপতি মোহাম্মদ ইমান আলীর ছুটিতে যাওয়ার খবর আসে। তবে তিনি কত দিনের ছুটিতে গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
সময় জার্নাল/এসএ