ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরের প্রবীণ সাংবাদিক ও অবসর প্রাপ্ত সহকারী অধ্যাপক আতাহার হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজউন)। আজ মঙ্গলবার ভোরে তিনি হৃদযন্ত্রেরক্রিয়া বন্ধ হয়ে তার নিজ বাস ভবনে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি ছেলে মেয়ে স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গুরুদাসপুরবাসী একজন গুণী ব্যক্তিকে হারালো। এতে সাংবাদিক ,রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজসহ নানা শ্রেণি পেশার মানুষ শোক জানিয়েছে।
অধ্যাপক মোঃ আতাহার হোসেন উপলোর খুবজীপুর এম.হক ডিগ্রী কলেজের বংলা বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ছিলেন। আজ বেলা ২টা ৩০ মিনিটে জানাজা শেষে তাকে খলিফা পাড়া কবর স্থানে কবরস্থানে দাফন করা হবে। তিনি ১৯৭৭ সাল থেকে মৃত্যুকালীন সময় পর্যন্ত জাতীয় ও স্থানীয় দৈনিকে সাংবাদিকতা করেছেন।
এছাড়া তিনি একটি স্থানীয় দৈনিকের সম্পাদনা করতেন। তিনি চলনবিল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও আজীবন সদস্য ছিলেন।
সময় জার্নাল/এলআর