সময় জার্নাল প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, করোনাভাইরাসের আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। ওমিক্রনের সংক্রমণ হার অনান্য ভ্যারিয়েন্ট থেকে কয়েকগুণ বেশি। তবে ভয় না পেয়ে সচেতন ও সতর্ক হয়ে করোনাভাইরাসের সংক্রমণকে প্রতিরোধ করতে হবে। এজন্য অবশ্যই মাস্ক পরতে হবে, টিকাও নিতে হবে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) নিজ কার্যালয়ে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক শারফুদ্দিন বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে অবশ্যই সরকার ঘোষিত বিধি নিষেধও মেনে চলতে হবে। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। নাক মুখ ঢাকা মাস্ক ব্যবহার করতে হবে। অবশ্যই পরিস্কার পরিচ্ছন্ন মাস্ক ব্যবহার করতে হবে। আর টিকা নিলে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ছাড়াও টিকা নেওয়ার পর করোনায় আক্রান্ত হলে রোগীর জটিলতা কম থাকে এবং মৃত্যু ঝুঁকিও কম থাকে।
তিনি বলেন, ওমিক্রনকে হালকাভাবে নিলে চলবে না। ওমিক্রনকে মৃদু হিসেবে দেখার সুযোগ নাই। ওমিক্রনে মৃত্যুহার কম একথাও সত্য নয়। যারা ডায়াবেটিস, ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত; হার্ট, কিডনী, লিভারে সমস্যা রয়েছে তাদের জন্য ওমিক্রন অবশ্যই অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যারা মৃত্যুঝুঁকি আছে এমন রোগে অর্থাৎ কো মরবিডিটিতে ভুগছেন তাদেরকে অধিকমাত্রায় সতর্ক হতে হবে। বেশি বয়স্কদের যতটা সম্ভব বাইরে না যাওয়াই ভালো এবং ভীড় এড়িয়ে চলতে হবে। বাইরে বের হলে অবশ্যই সবাইকে মাস্ক পরতে হবে। অনলাইন অফিস ও অনলাইন ভিত্তিক কার্যক্রম আবারো জোরদার করতে হবে।
বিএসএমএমইউ উপাচার্য আরো বলেন, ওমিক্রন প্রতিরোধে এখনই সর্বাধিক গুরুত্ব দিতে হবে, সাথে সাথে করোনার সংক্রমণ আরো বৃদ্ধি পেলে চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্যও এখনই প্রস্তুতি নিতে হবে।
সময় জার্নাল/এসএ