সময় জার্নাল প্রতিবেদক : রাজধানীতে ‘একতা ক্রীড়াচক্রের ভলিবল টুর্নামেন্ট’ আয়োজন করা হয়েছে। শনিবার (২৭ মার্চ) সকাল ৯টায় আশকোনা হজ্ব ক্যাম্প বিমানবন্দর হেড কোয়ার্টার মাঠে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।
ভলিবল টুর্নামেন্ট’র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এক্সিমকো গ্লোবাল ফরওয়াডিং বিডি’র সিইও কবি জামসেদ ওয়াজেদ।
আশকোনা একতা ক্রীড়াচক্রের সভাপতি মো. কবির হোসেনের সভাপতিত্বে টুর্নামেন্টটির উদ্ধোধন করবেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন’র ৪৯ নং ওয়ার্ড কমিশনার আনিসুর রহমান নাঈম।
খান লজিস্টিক’র এমডি জি মোস্তফা খানের পৃষ্ঠপোষকতায় আয়োজনটির সার্বিক সহযোগিতায় ও তত্ত্বাবধানে থাকবেন ক্রীড়ানুরাগী মাহমুদুল হাসান সুজন, বিমানবন্দর ট্রাক ও কভার ভ্যান ইউনিয়ন সভাপতি মো. মামুনুর রহমান, টি. এফ. এল গ্রুপ চেয়ারম্যান ও এফবিসিসিআই’র সদস্য মো. হারুন_অর_রশিদ তরুন।
সময় জার্নাল/আরইউ