শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

কোভিড-১৯: যুক্তরাষ্ট্র ও ভারতে বেশি নতুন শনাক্ত

বুধবার, জানুয়ারী ১২, ২০২২
কোভিড-১৯: যুক্তরাষ্ট্র ও ভারতে বেশি নতুন শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক। ইউরোপের দেশগুলোতে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। বাড়ছে প্রতিবেশী রাষ্ট্র ভারতেও। যুক্তরাষ্ট্রে শেষ ২৪ ঘণ্টায় আট লাখের বেশি মানুষ কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন, যা বিশ্বের অন্যান্য রাষ্ট্রের তুলনায় বেশি। আর, ভারতে নতুন শনাক্ত প্রায় আড়াই লাখ ছুঁইছুঁই। ফান্সেও ফের বাড়ছে নতুন রোগীর সংখ্যা। সেখানে নতুন শনাক্ত সাড়ে তিন লাখ ছাড়িয়েছে। 

আজ বৃহস্পতিবার সকালে বিশ্বজুড়ে করোনাভাইরাস শনাক্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে এ তথ্য জানা যায়।

ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে আট লাখ ১৪ হাজার ৪৯৪ নতুন রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে আরও দুই হাজার ২৬৯ জনের। এ সময়ে সুস্থ হয়েছে এক লাখ ৩২ হাজার ৮৮৩ জন। যদিও করোনার সঙ্গে লড়ে যাচ্ছে দুই কোটি ছয় লাখ ৭২ হাজর ৭২২ মার্কিনি। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছে ২৪ হাজার ৮২৪ জন। এ পর্যন্ত দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা আট লাখ ৬৬ হাজার ৮৮২। আর, সুস্থ হয়ে ঘরে ফিরেছে চার কোটি ২৮ লাখ পাঁচ হাজার ৯০ জন।

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে দুই লাখ ৪১ হাজার ৯৭৬ নতুন রোগী শনাক্ত হয়েছে। নতুন মৃত্যুর সংখ্যা ৮৫। এ সময় সুস্থ হয়েছে ৬৬ হাজার ১০৯ জন। যদিও করোনার সঙ্গে লড়ে যাচ্ছেন ১১ লাখ ৩১ হাজার ১০১ ভারতীয়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছে আট হাজার ৯৪৪ জন। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা চার লাখ ৮৪ হাজার ৭৪০। আর, সুস্থ হয়ে ঘরে ফিরেছে মোট তিন কোটি ৪৬ লাখ ৯৬ হাজার ৬৪৫ জন।   

ফ্রান্সে তিন লাখ ৬১ হাজার ৭১৯ নতুন রোগী শনাক্ত হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা ২৪৬। এ সময়ে সুস্থ হয়েছে ৯১ হাজার ২৬৭ জন। এখন পর্যন্ত করোনার সঙ্গে লড়ে যাচ্ছে মোট ৪০ লাখ ৪৫ হাজার ১০০ জন। এদের মধ্যে আশঙ্কাজনক তিন হাজার ৩৩৩ জন। এ পর্যন্ত দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা এক লাখ ২৬ হাজার ৩০৫। আর, সুস্থ হয়ে ঘরে ফিরেছে ৮৭ লাখ ৬৩ হাজার ৫৭৭জন।

সময় জার্নাল/আরইউ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল