নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই নানা রকম সমীকরণ তৈরি হচ্ছে। সাধারণ ভোটাররা এক রকম আমেজেই রয়েছেন। তবে আতঙ্কে রয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকারের নির্বাচনী এজেন্টরা। তাদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে। শুধু তাই নয়, অনেক আওয়ামী লীগ সমর্থককেও নৌকার পক্ষে কাজ করার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে।
তৈমূর আলম খন্দকার অভিযোগ করেছেন, পুলিশ আমার নেতাকর্মীদের বাড়ি বাড়ি যাচ্ছে। আমাদের জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক শিমুল জানিয়েছে তার বাড়িতে পুলিশ গিয়েছে। মৎস্যজীবী দলের সভাপতি আনোয়ার প্রধানকে আটক করা হয়েছে। এমন অনেক নেতাকর্মী অভিযোগ করছেন। এমনকি সরকারি দলের যারা নৌকার পক্ষে নামেননি তাদেরও হয়রানি করা হচ্ছে।
তৈমূরের কর্মীদের ধরপাকড়ের অভিযোগ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেন, ‘কোথায় বা কাদের আটক করা হচ্ছে সে তালিকা দিতে বলুন। তালিকা দিতে পারলে যাচাই করে আমরা ব্যবস্থা গ্রহণ করব।
অপর দিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা: সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমি জানি না কাকে কোথায় ধরা হচ্ছে। আমি শুধু শুনেছি, বিএনপির এক নেতাকে ধরা হয়েছে তার নামে হেফাজতের ঘটনার মামলা ছিল। আর কাকে ধরা হয়েছে এটা আমি জানি না, জানার বিষয়ও না। এটা প্রশাসন দেখবে।
সময় জার্নাল/এলআর