সময় জার্নাল প্রতিবেদক : উৎসব ও আনন্দঘন পরিবেশে কবি জামসেদ ওয়াজেদের জন্মদিন উদযাপিত হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) রাতে রাজধানীর উত্তরাস্থ একটি রেস্টুরেন্টে সময় জার্নাল ও কালের ধ্বনির আয়োজনে কেক কাটার মধ্য দিয়ে কবির জন্মদিন উদযাপন করা হয়।
এ সময় ভক্ত ও শুভাকাঙ্খীরা কবি জামসেদ ওয়াজেদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তাকে শুভেচ্ছা জানান। জবাবে কবি জামসেদ ওয়াজেদ সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, যাদের অনুপ্রেরণা আমার লিখনীর শক্তি যোগাচ্ছে, যাদের জন্য আমি পেশাগত ব্যস্ততার মধ্যেও প্রতিনিয়ত লিখে যাচ্ছি, আজকে আমার জীবনের এই বিশেষ দিনে তাদের ভালোবাসায় আমি সিক্ত হয়েছি। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের প্রতিও আমার আন্তরিক ভালোবাসা রয়েছে এবং থাকবে। জীবনের শেষ নি:শ্বাস পর্যন্ত আমি আমার সকল ভক্ত ও শুভাকাঙ্খীদের এ ভালোবাসা নিয়ে থাকতে চাই। এর পাশাপাশি কবি জামসেদ ওয়াজেদ নতুন লেখকদের শুভকামনা জানিয়ে সব সময় তাদের পাশে থাকার আশা প্রকাশ করেন।
এসময় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিত সকলে কবি জামসেদ ওয়াজেদের সাহিত্যকর্মের নানা সাফল্যের দিক তুলে ধরে তাকে আরো সামনের দিকে এগিয়ে যেতে উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করেন।
কবি জামসেদ ওয়াজেদের জন্মদিনের এ অনুষ্ঠানে বাংলা একাডেমির 'ফোকলোর, জাদুঘর ও আর্কাইভস' বিভাগের পরিচালক কবি রহিমা আখতার কল্পনা, সাংবাদিক রফিকুল ইসলাম রলি, কবি ও গবেষক ইমরান মাহফুজ, কবি ও সাংবাদিক আবিদ আজম, সাংবাদিক ইলিয়াস হোসেন, তরুণ অভিনেতা দেবাশিস কায়সার সহ কবির ভক্ত ও শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/শাহ্ আলম