নোবিপ্রবি প্রতিনিধি : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী চিত্র প্রদর্শনী "খবরের পাতায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ " আয়োজন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (নোবিপ্রবিসাস)। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ৫০ টি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
২৬ শে মার্চ (শুক্রবার) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশান্তি পার্কে নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন এর উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, আই.আই.এস এর পরিচালক প্রফেসর ড. ফিরোজ আহমেদ, সালাম হলের প্রভোস্ট আনিসুজ্জামান রিমন, নোবিপ্রবিসাসের উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল্লাহ আল-মামুন, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
চিত্র পরিদর্শন শেষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন উক্ত আয়োজনের প্রশংসা করে বক্তব্য প্রদান করেন এবং এ ধরণের আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।
সময় জার্নাল/এমআই