সময় জার্নাল প্রতিবেদক :: আগামী ২৮ তারিখ থেকে দেশের উত্তর-পূর্ব দিকে একটি বৃষ্টি বেল্ট তৈরি হতে যাচ্ছে যা আগামী ৩ তারিখ পর্যন্ত স্থায়ী হবে।
তবে এর সঙ্গী হতে যাচ্ছে তীব্র ঝড়ো হাওয়া সহ আকস্মিক বৃষ্টিপাত যা উপকূলীয় অঞ্চলে প্রভাব পড়বে।
উত্তর বঙ্গোপসাগরে অধিক বায়ুচাপ ও জলীয় বাষ্পের তারতম্যের কারনে আগামী ৩-৪ দিন খুলনা,বরিশাল ও চট্টগ্রাম উপকূলীয় এলাকায় ৩০-৬০ কিমি/ঘন্টা বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবার ওদিকের এলাকায় হঠাৎ করে মেঘমালা সৃষ্টি হয়ে আকস্মিক বৃষ্টি ও ঘটাতে পারে।
আগামী কয়েকদিন উত্তর বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকতে পারে। তাই সকল মৎস্যজীবীদের সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। -তথ্যসূত্র : আবহাওয়ার পূর্বাভাস
এদিকে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমা লঘুচাপে বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গপোসাগরে অবস্থান করছে।
অস্থায়ী ভাবে মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্কঃ থাকতে পারে। রাঙ্গামাটি ও চট্রগ্রাম জেলার উপর মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সন্দীপ দ্বীপ সহ ফেনী কক্সবাজার ও চাঁদপুর জেলা এবং রাজশাহী ও পাবনা অঞ্চলসহ ঢাকা, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় প্রশমিত হতে পারে।
সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে ।
সময় জার্নাল/এমএম