মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

রোগ-বালাই ও সংক্রমণ রোধে ৫টি দু’আ

সোমবার, জানুয়ারী ২৪, ২০২২
রোগ-বালাই ও সংক্রমণ রোধে ৫টি দু’আ

শায়েখ আবদুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ :

করোনা ভাইরাস সহ নানাবিধ রোগ বালাই ও সংক্রমণ বেড়ে গেছে। ঠান্ডা জ্বর সর্দি কাশিতে ঘরেঘরে দুশ্চিন্তা। এমতাবস্থায় আমরা ৫ টি দু‘আ খুব বেশি করে আমলের চেষ্টা করব। 

দু‘আগুলো যথাসম্ভব অর্থের দিকে লক্ষ রেখে খুবই আন্তরিকতার সাথে পড়বো। বাচ্চাদের মশক করানো এবং মুখস্ত করে শিখিয়ে আমল করাবার চেষ্টা করব ইনশাআল্লাহ।

❂ ১ নং দু‘আ: সকাল-সন্ধ্যায় ৩ বার অবশ্যই পড়বেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দু‘আ। অর্থের দিকে লক্ষ রেখে পড়বেন।
.
بِسْمِ اللّٰهِ الَّذِىْ لَا يَضُرُّ مَعَ اسْمِهٖ شَيْئٌ فِيْ الْأَرْضِ وَلَا فِيْ السَّمَاءِ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ
.
[বিসমিল্লা-হিল্লাযী লা- ইয়াদ্বুররু মা‘আইস্‌মিহী শাইউন ফিল আরদ্বি ওয়ালা- ফিস্‌সামা-ই, ওয়া হুওয়াস্ সামী-‘উল ‘আলী-ম’]
.
▪️অর্থ: আল্লাহর নামে শুরু করছি, যে নামের সাথে আসমান ও জমিনে কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না। তিনি সব শুনেন ও জানেন। [সহিহুল জামি’: ৫৭৪৫, হাদিসটি সহিহ]
.
❖ ২ নং দুআ: বিশেষ নিয়ম নেই। তাই, সকাল-সন্ধ্যায় এবং সর্বাবস্থায় পড়বেন।
.
اَللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْبَرَصِ وَالْجُنُوْنِ وَالْجُذَامِ وَمِنْ سَيِّئِ الْأَسْقَامِ
.
[আল্লা-হুম্মা ইন্নী আ‘ঊ-যুবিকা মিনাল বারাসি ওয়াল জুনূ-নি ওয়াল জুযা-মি ওয়া মিন সায়্যিইল আসক্বা-ম]
.
▪️অর্থ: হে আল্লাহ! আমি তোমার নিকট কুষ্ঠরোগ, পাগলামি ও পা-ফোলারোগ ও সকল জটিল রোগ থেকে আশ্রয় চাই। [আবু দাউদ: ১৫৫৪, হাদিসটি সহিহ]
.
❖ ৩ নং দুআ: প্রতিদিন সকাল-সন্ধ্যায় অন্তত একবার পড়বেন এই দু‘আটি। এছাড়াও সর্বদাই পড়বেন।
.
اَللّٰهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْعَافِيَةَ فِيْ الدُّنْيَا وَالآخِرَةِ
.
[আল্লা-হুম্মা ইন্নী আসআলুকাল ‘আ-ফিয়াতা ফিদ্দুনইয়া ওয়াল আ-খিরাহ্]
.
▪️অর্থ: হে আল্লাহ! আমি তোমার কাছে দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা ও সুস্থতা কামনা করছি। [তিরমিযি: ৩৫১৪, আল আদাবুল মুফরাদ: ১২০০, হাদিসটি সহিহ]
.
❖ ৪ নং দুআ: বেশি বেশি পড়বেন। বিশেষত সন্ধ্যা বেলায় অবশ্যই পড়বেন।
.
أَعُوْذُ بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
.
[মোটামুটি উচ্চারণ: আ‘ঊযু বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মা-তি মিন শাররি মা খালাক্ব]
.
▪️অর্থ: আমি আল্লাহর পরিপূর্ণ কালিমাসমূহের উসিলায় তাঁর নিকট আশ্রয় চাই—তিনি যা সৃষ্টি করেছেন সেগুলোর অনিষ্ট থেকে। [সহিহ মুসলিম: ২৭০৯]
.
❖ ৫ নং দু‘আ: খুব বেশি পরিমাণে অর্থের দিকে লক্ষ রেখে পড়বেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দু‘আ।
.
رَبَّنَا اكْشِفْ عَنَّا الْعَذَابَ إِنَّا مُؤْمِنُوْنَ
.
▪️অর্থ: হে আমাদের রব! আমাদের উপর থেকে আপনার শাস্তি প্রত্যাহার করুন, আমরা ঈমান আনছি। [সূরা দুখান, আয়াত: ১২]
.
হাদিসে এসেছে, “যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তখন সেখানে মহামারী এবং এমন সব রোগ-ব্যাধি ছড়িয়ে পড়ে, যা পূর্বের লোকদের মধ্যে কখনো দেখা যায়নি।” [ইবনু মাজাহ: ৪০১৯, হাদিসটির সনদ হাসান]
.
অতএব, আমাদেরকে এক্ষুণি সকল গুনাহ থেকে তাওবাহ্ করতে হবে। বেশি বেশি ইস্তিগফার করতে হবে।

🔹এছাড়াও রাসূল সা.এঁর উপর বেশি বেশি দরুদ পড়াও গুরুত্বপূর্ণ একটি আমল।


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল