আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে সাফল্যের স্বীকৃতি লাভ করলো পাবনা জেলা পুলিশ।
দক্ষ পুলিশ সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ' প্রতিপাদ্যে উদযাপিত পুলিশ সপ্তাহ ২০২২ এর দ্বিতীয় দিন সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে ২০২০ সালে ক' গ্রুপে তৃতীয় ও ২০২১ সালে ক গ্রুপে দ্বিতীয় স্থান অধিকারের সম্মাননা গ্রহণ করেন পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ এর কাছ থেকে তিনি এই অর্জনের পুরস্কার গ্রহন করেন।
একই অনুষ্ঠানে ২০২০ ও ২০২১ সালের মাদকদ্রব্য, অস্ত্র ও চোরাচালান দ্রব্য উদ্ধারে সাফল্য অর্জনকারী পুলিশের বিভিন্ন ইউনিটের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সম্মাননা লাভের পর পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান জানান, এই কৃতিত্বের দাবীদার পাবনা জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্স। পাবনা জেলাকে অবৈধ অস্ত্রমুক্ত করতে পাবনা জেলা পুলিশের অভিযান এ বছরও অব্যাহত থাকবে। তথ্য দিয়ে সহযোগিতা করতে পাবনাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
সময় জার্নাল/ইএইচ