মাহমুদুল হাসান, কুবি : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনকালে দেশব্যাপী স্বাধীনতাবিরোধী অপশক্তির ধ্বংসাত্মক তাণ্ডবের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগ।
শনিবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের বিভিন্ন সড়কে এ বিক্ষোভ মিছিল করে তারা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি সম্পর্কে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ বলেন, শিবির, হেফাজত কর্মীরা ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙেছে এবং আরো কিছু কিছু জায়গায় হামলা করেছে। এ হামলার প্রতিবাদে আজ আমরা বিক্ষোভ মিছিল করেছি। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারা হামলায় অংশ নিয়েছে তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।
এ বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এ এস এম সায়েম, বঙ্গবন্ধু হলের সাধারণ সম্পাদক হানিফ ওয়াহিদ, কাজী নজরুল ইসলাম হলের সভাপতি ইমরান হোসাইন, কাজী নজরুল ইসলাম হলের সহ-সভাপতি নাজমুল হাসান পলাশ, যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল মোস্তফা রিয়াদ, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের যুগ্ম-সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম, খায়রুল বাসার সাকিব, সালমান চৌধুরী সহ শাখা ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীরা।
সময় জার্নাল/এমআই