শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

মিয়ানমারে বিক্ষোভে গুলিতে একদিনেই শতাধিক নিহত

শনিবার, মার্চ ২৭, ২০২১
মিয়ানমারে বিক্ষোভে গুলিতে একদিনেই শতাধিক নিহত

 আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে সামরিক শাসনবিরোধী বিক্ষোভে নিরপত্তাবাহিনীর গুলিতে অন্তত ১০০ জন নিহত হয়েছেন৷

গত ১ ফেব্রুয়ারি দেশটিতে সেনাঅভ্যুত্থানের পর এটিই সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো৷

শনিবার দেশটির সশস্ত্রবাহিনী দিবসে রাজধানী নেপিডো, বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুন, পূর্বাঞ্চলীয় শহর লাসিওসহ আরো কয়েকটি শহরে বিক্ষোভকারীরা সামরিক শাসনের প্রতিবাদে রাস্তায় নেমে আসে৷ বিক্ষোভ দমনে নিরাপত্তারক্ষীরা গুলি চালালে হতাহতের এ ঘটনা ঘটে৷

নিহতদের মধ্যে পাঁচ বছরের কম বয়সি এক শিশু এবং স্থানীয় একটি অনুর্ধ্ব ২১ ফুটবল ক্লাবের সদস্য রয়েছেন বলে জানা গেছে৷

নিহতের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়৷ দেশটিতে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র এক টুইট বার্তায় বলেন ‘‘নিরস্ত্র মানুষ ও শিশু হত্যার এ বিষয়টি কোনভাবেই সমর্থনযোগ্য নয়৷'' মিয়ানমারের নিরাপত্তাবাহিনী নিরস্ত্র মানুষকে হত্যা করছে এমন অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতও৷

উল্লেখ্য গত কয়েক সপ্তাহ ধরে চলা সামরিক শাসনবিরোধী বিক্ষোভে অন্তত ৩৮২ জন নিহত হয়েছেন৷ তবে শনিবারই সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটলো৷-এপি।



Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল