এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের শোভারামপুর এলাকায় ২০ বোতল ফেনসিডিলসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- জেলা সদরের শেভারামপুর এলাকার নিরোধ সাহার ছেলে লিটন সাহা (৩৮) ও স্ত্রী শুকলা সমাদ্দার (৩২)।
শুক্রবার ( ২৮ জানুয়ারি) ফরিদপুর জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে কোতয়ালী উপজেলায় অভিযান চালিয়ে ওই দম্পতিকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছে থেকে ২০ হাজার টাকা জব্দ করা হয়।
তিনি আরো জানান,তাদের নামে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।
সময় জার্নাল/এলআর