সময় জার্নাল প্রতিবেদক :
বার্ধক্য জনিত কারণে না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশের এনাটমির প্রথম মহিলা অধ্যাপক ডা. গুলশান আরা। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের এনাটমি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান। পরবর্তীতে ডা. গুলশান আরা গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের এনাটমি বিভাগীয় প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।
শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
তাঁর গ্রামে বাড়ি যশোর জেলায়।