সময় জার্নাল প্রতিবেদক :
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইতিহাসে সর্বপ্রথম ইমেরিটাস অধ্যাপক হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ। সোমবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৫তম সিন্ডিকেটের সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে তাঁকে ইমেরিটাস অধ্যাপক করার সিদ্ধান্ত গৃহীত হয়। অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহর নিজ ফেসবুক টাইম লাইনে দেয়া সেই তাৎক্ষণিক প্রতিক্রিয়াটি সময় জার্নাল পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।
আল্লাহ তাআলার অশেষ রহমতে ইমেরিটাস অধ্যাপক হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এ সম্মানীত হলাম।
রোজ সোমবার (৩১ জানুয়ারি, ২০২২) সকাল সাড়ে ১০টায় শহীদ ডা. মিল্টন হলে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৫তম সিন্ডিকেটের সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইতিহাসে আমি সর্বপ্রথম এই সম্মাননা প্রাপ্ত হলাম।
বিশেষভাবে ধন্যবাদ জানাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদকে, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক একেএম মোশারফ হোসেনকে, অধ্যাপক ডা. মো জাহিদ হােসনকে, অধ্যাপক ডা. সাইফ উদ্দিন আহমেদকে, কোষাধ্যক্ষ ডা. মো আতিকুর রহমানকে, রেজিস্ট্রার এ বি এম আব্দুল হান্নানকে, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক মাসুদা বেগমকে, মেডিসিন অনুষদের চেয়ারম্যান অধ্যাপক ডা. সোহাইল মাহমুদ আরাফাতকে, মেডিসিন অনুষদের সকল অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং সহকারী অধ্যাপক বৃন্দকে, সিন্ডিকেটের সকল সম্মানিত সদস্যবৃন্দকে। আপনাদের সকলের প্রচেষ্টায় আমি এ বিশেষ সম্মানে সম্মানীত হয়েছি।