বুধবার, ফেব্রুয়ারী ২, ২০২২
নিজস্ব প্রতিবেদক : এবি ব্যাংক থেকে ভুয়া ওয়ার্ক অর্ডারের মাধ্যমে ১৭৬ কোটি ১৮ লাখ টাকা অর্থ আত্মসাতের মামলায় সাবেক দুই কর্মকর্তার জামিন প্রশ্নে জারিকৃত রুল খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
বুধবার (২ ফেব্রুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ এই রায় দেন।
গত বছরের ৮ জুন এরশাদ ব্রাদার্স করপোরেশনের মালিক এরশাদ আলীসহ ১৭ জনের বিরুদ্ধে এ মামলা করে দুদক। এ মামলায় ব্যাংক কর্মকর্তা শহিদুল ইসলাম ও আবদুর রহিম হাইকোর্টে আগাম জামিন পান। পরে নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। নিম্ন আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এরপর তারা উচ্চ আদালতে জামিন চেয়ে আবেদন করেন। সেই আবেদনের শুনানি নিয়ে গত ৭ ডিসেম্বর তাদেরকে কেন জামিন দেওয়া হবে না—এই মর্মে রুল জারি করে হাইকোর্ট।
এদিকে, আদালতে আসামিপক্ষে আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী দুলাল, দুদকের পক্ষে খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট রুল খারিজ করে দেয়।
এমআই