বুধবার, ফেব্রুয়ারী ২, ২০২২
প্রযুক্তি ডেস্ক: ফেসবুক মেসেঞ্জারে যারা অন্যদের সঙ্গে চ্যাটের স্ক্রিনশট ফাঁস করে দেন, তাদেরকে সাবধান করে দিয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তিনি বলেন, মেসেঞ্জারে একটি নতুন আপডেট এসেছে। অপরপক্ষ থেকে যদি আপনার চ্যাটের স্ক্রিনশট নেওয়া হয়, তাহলে আপনাকে বিষয়টি জানিয়ে দেওয়া হবে।
জাকারবার্গ এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, ‘আমরা জানি, ব্যবহারকারীরা চান তাদের বার্তা ও তথ্যের গোপনীয়তা, সুরক্ষা ও নিজেকে প্রকাশ করার জায়গা। সে কারণেই আমরা মেসেঞ্জারে অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশনের সঙ্গে আরও কিছু উন্নত সুযোগ-সুবিধা যোগ করতে যাচ্ছি, যা ব্যবহারকারীরা এরই মধ্যে পছন্দ করেছেন।’
আজকাল স্মার্টফোনের ব্যাটারি খোলা যায় না কেনআজকাল স্মার্টফোনের ব্যাটারি খোলা যায় না কেন
মেসেঞ্জারের নতুন এই ফিচারটি এখন যুক্তরাষ্ট্রে ব্যবহার করা যাচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউরোপের ফেসবুক ব্যবহারকারীরাও এই ফিচারটি উপভোগ করতে পারবেন।
এমআই