এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের তালকান্দা-ছোটখারদিয়া গ্রামের সংযোগ খালের উপর দীর্ঘদিন কোন সেতু না থাকায় এলাকাবাসীর যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। একটি সেতুর অভাবে একাধিকবার জনসাধারন দুর্ভোগ পোহালেও সরকারী কিংবা বেসরকারী পর্যায়ে কেউ এগিয়ে আসেনি।বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ বেড়ে যেত বহুগুনে। ফলে এলাকার দুই মেরুর সেতুবন্ধন মেলাতে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েই সিদ্বান্ত নেন নিজ উদ্যোগেই নির্মান করবেন সেতুটি।
বুধবার বিকেলে প্রায় ৩,শ ফুট দৈর্ঘ্যের এবং প্রায় ৫ ফুট প্রস্তের কাঠ ও বাঁশ দিয়ে নির্মিত বিশালাকার সেতটির উদ্বোধন করা হয়। এ সময় এলাকার শতশত নারী-পুরুষ জড়ো হয়।
সরেজমিনে গেলে ওই এলাকার বয়স্ক আজিজুর রহমান স্থানীয় জনপ্রতিনিধির ভূয়সী প্রশংসা করে বলেন,কাঠ এবং বাঁশের সেতু হলেও এটি নির্মানের ফলে এলাকার দুর্ভোগ কমে গেছে।
সাবেক ইউপি সদস্য জমির উদ্দিন বলেন, ইউপি চেয়ারম্যান জনগনের দুর্ভোগ লাঘবে বাশঁ দিয়ে সেতুটি নির্মান করে ব্যপক প্রশংসিত হয়েছেন।
নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ম.ম. ছিদ্দিক মিয়া বলেন, জনগনের দুর্ভোগের কথা চিন্তা করে নিজস্ব অর্থায়নে প্রায় ৩ লক্ষ টাকা ব্যয়ে ইউপি সদস্যদের সহযোগিতায় এটি নির্মান করেছি। আশা করি জনবান্ধব সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন কাঠ-বাশঁ দিয়ে নির্মিত সেতুটির মেয়াদ শেষ হওয়ার আগেই এটি পাকা সেতুতে রুপান্তরিত হবে।
বেলুন উড়িয়ে এবং দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে এর উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ম. ম. ছিদ্দিক মিয়া, প্যানেল চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান, মজিবর রহমান, শারমিন বেগম, পুস্প বেগম, মন্নু মাতুব্বর, আলামিন মাতুব্বর, মাহমুদুর রহমান, শহীদ মুন্সী-সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবৃন্দ।
সময় জার্নাল/ইএইচ