স্পোর্টস ডেস্কঃ
শেষ ষোলতেই বার্সেলোনার বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছিল অ্যাথলেটিক বিলবাও। এরপরের রাউন্ডেই বাস্ক দলটি মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদের। পুরো ম্যাচে আধিপত্য দেখিয়ে শেষ সময়ের গোলে এবার তাদেরও বিদায় করে দিয়েছে বিলবাও। কোয়ার্টার ফাইনালের এই লড়াইয়ে তারা জয় তুলে নিয়েছে ১-০ ব্যবধানে। তাতে রিয়ালের ৮ বছরের দীর্ঘ কোপা দেল রে খরাটা দীর্ঘায়িত হলো আরও এক বছর।
চলতি মৌসুমে এর আগে বাস্ক দলটির বিপক্ষে তিন ম্যাচে খেলেছে রিয়াল মাদ্রিদ। জিতেছে তিনটি ম্যাচেই। তিনটি ম্যাচেই রিয়াল মাদ্রিদের নায়ক ছিলেন কারিম বেনজেমা। সেই বেনজেমা ছিলেন না বিলবাওয়ের মাঠ সান মামেসে অনুষ্ঠিত এই ম্যাচে, তাতেই যেন সর্বনাশ হলো রিয়ালের।
রিয়ালের ক্ষতি অবশ্য আরও একটা কারণে হয়েছে। ব্রাজিলের হয়ে ম্যাচ খেলে ঠিকঠাক বিশ্রামও নিতে পারেননি ভিনিসিয়াস, রদ্রিগো গোয়েস, ক্যাসেমিরোরা। ফেরার দুই দিনেরও কম সময়ে নেমে পড়তে হয়েছে মাঠে। ফলে তাদের পারফর্ম্যান্সে অবসাদের ছাপ ছিল স্পষ্ট।
দুয়ের মিশেলে রিয়াল শুরুর মিনিট থেকেই খেলেছে তথৈবচ এক ফুটবল। সেই সুযোগে শুরু থেকে ম্যাচে আধিপত্য ছিল অ্যাথলেটিক বিলবাওয়ের। শুরুর দশ মিনিটে স্বাগতিক ফরোয়ার্ড দানি গার্সিয়ার জোড়া শট ঠেকাতে হয় রিয়াল রক্ষণকে। এর আগে পরেও ইনাকি-নিকো উইলিয়ামসদের গতির কাছে বারবার পরাস্ত হয়েছে দলটি।
শুরুর ১৫ মিনিটে ছন্নছাড়া রিয়াল মাদ্রিদ নিজেদের কিছুটা সামলে নেয় এরপর। মাঝমাঠের দখলটা নেন লুকা মদ্রিচরা। যদিও আক্রমণে উঠতে দারুণ সংগ্রামই করতে হয়েছে দলটিকে। প্রথম ৪৫ মিনিটে একটা মাত্র অন টার্গেট শটসহ মোট তিনটি শট সাক্ষ্য দেয় তারই।
বিরতির পরও চলেছে একই দৃশ্য। রিয়ালকে মাঝমাঠের দখল ছেড়ে দিয়ে প্রতি আক্রমণের কৌশল বেছে নিয়েছিল বিলবাও। রক্ষণের দৃঢ়তায় বারবার রক্ষা পাচ্ছিল কোচ কার্লো অ্যানচেলত্তির দল।
তবে ৮৯তম মিনিটে আর পারেনি। আরও একটা প্রতি আক্রমণে উঠে আসে স্বাগতিকরা। মিকেল ভেসগার পাস পেয়ে বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে এড়িয়ে দারুণ এক শটে গোল করেন অ্যালেক্স বেরেঙ্গুয়ের। তাতেই বিদায়ঘণ্টা বেজে যায় রিয়ালের।
১-০ গোলের এই হারের ফলে রিয়ালের কোপা দেল রের আক্ষেপের বয়স বাড়ল আরও একটা বছর। ২০১৪ সালে সবশেষ শিরোপাটি জিতেছিল রিয়াল। এরপর থেকেই এই টুর্নামেন্ট বরাবরই খালি হাতে ফিরিয়েছে দলটিকে।
এই হারের ফলে ট্রেবল জেতার আশাও শেষ হয়ে গেল দলটির। এখন লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগেই মনোযোগ দিতে হবে কোচ অ্যানচেলত্তি ও তার দলকে।
এমআই