নিজস্ব প্রতিবেদক। প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সরকার বিশিষ্ট নাগরিককে একুশে পদক এ সম্মাননা প্রদান করে। এবছর দেশের ২৪ জন বিশিষ্ট নাগরিককে একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশেষ অবদানের জন্য একুশে পদক-২০২২ পাচ্ছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিনিয়োগ ও অর্থনীতি বিশ্লেষক এবং ওয়ান ফার্মার ব্যবস্থাপনা পরিচালক কেএসএম মোস্তফিজুর রহমান বিশিষ্ট বিজ্ঞানি অধ্যাপক ড. আনোয়ার হোসেনের একুশে পদক পাওয়াতে অভিনন্দন জানিয়েছেন।
মোস্তফিজুর রহমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বর্তমানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় মেয়াদে ভিসি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশে জিনোম ও মাইক্রোবায়োম গবেষণা প্রতিষ্ঠায় অন্যতম পথপ্রদর্শক। করোনার অতিমারীতে অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এবং তাঁর দল করোনার পরীক্ষা, গবেষণা ও করোনার বিভিন্ন ধরনের রহস্য উন্মোচনে অগ্রণী ভূমিকা রাখছেন।
অধ্যাপক ড. মো. আনোয়ার ক্ষুরা রোগ (ফুট অ্যান্ড মাউথ ডিজিজ), ওলন পাকা (ম্যাসটাইটিস), আর্সেনিক বায়ো-রিমিডেশন এবং অ্যান্টিবায়োটিক রেসিসটেন্স গবেষণায় বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। অধ্যাপক আনোয়ারের গবেষণা ইতোমধ্যে দেশ-বিদেশে স্বীকৃতি মিলেছে এবং বিশ্বের খ্যাতনামা বিজ্ঞানীরা তাঁর প্রকাশিত গবেষণাপত্র উদ্ধৃতও করছেন।
সময় জার্নাল/আরইউ