দেব প্রসাদ, ত্রিপুরা : খাগড়াছড়ির দীঘিনালা ও মাটিরাঙ্গা উপজেলার সাত ইটভাটার মালিককে সাড়ে ৫ লক্ষ টাকা জরিমানা করেছে স্থানীয় প্রশাসন ।
৫ ফেব্রুয়ারি শনিবার দীঘিনালা উপজেলাধীন ইট প্রস্তুত করছে এমন ৪ টি ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
এ সময় প্রতিটি ভাটাতেই ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ) আইন,২০১৩ এর ধারা ১৪,১৫ ১৬ ধারা লংগনের কারণে(১) লুতফুর রহমাম, এডিবি ব্রিক ফিল্ড, হেডম্যান পাড়াকে ৮০ হাজার (২)মালিক পক্ষে রাকিব উদ্দিন,কর্ণফুলি ব্রিক ফিল্ড-১,মধ্য বোয়ালখালিকে ৭০ হাজার (৩)মালিকপক্ষে ওয়াহিদুজ্জামান, মেসার্স সেলিম এন্ড ব্রাদার্স ৮০ হাজার (৪)রাকিবউদ্দিন, কর্ণফুলী ব্রিক্স ফিল্ড কে ৫০ হাজার টাকা করে মোট ২ লক্ষ ৮০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
তাছাড়া মাটিরাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজা হাবিব শাপলা এর নেতৃত্বে ০৩ টি ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্স ব্যতীত অবৈবভাবে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন ২০১৩ এর ৪, ৫ ও ৬ ধারা লঙ্ঘনে ০৩ টি ইটভাটার মালিককে জরিমানা করেন।
লাইসেন্স বিহীন এসব ইটভাটাগুলো হলো এবিএম(ABM), পৌর ০২ নং ওয়ার্ড,ইসলামপুর, নতুনপাড়াকে ১ লক্ষ টাকা, এসআরটি(SRT),পৌর নং-০৩ ওয়ার্ড, হাতিয়াপাড়াকে ১ লক্ষ টাকা, আর আর আর (RRR) পৌর ০২নং ওয়ার্ড, নতুনপাড়াকে ৭০ হাজার টাকাসহ মোট ২ লক্ষ সত্তর হাজার টাকা ।
উল্লেখ্য গত ২৫ জানুয়ারি এক সপ্তাহের মধ্যে তিন পাবর্ত্য জেলার সকল অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশনা দিয়েছিলেন হাইকোর্ট ।
এমআই