সময় জার্নাল প্রতিবেদক : ২৮ মার্চ সকাল ৯.৪৫ মিনিট থেকে জুম অ্যাপে জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগের এমএএস গবেষক মোহাম্মদ আসাদুজ্জামান-এর সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলা বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক ইমন সালাউদ্দিন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে পঠিত প্রবন্ধের শিরোনাম: গাজীপুর জেলায় প্রচলিত প্রবাদ-প্রবচন। পঠিত প্রবন্ধের উপর উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন প্রফেসর ড. মো. নাসির উদ্দিন, ড. মুহাঃ ইয়াহ্ইয়া, নিপা জাহান ও পিএইচডি গবেষক মো. আতাউর রহমান।
বিষয় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সৈয়দ আজিজুল হক। গবেষণা তত্ত্বাবধায়ক হিসেবে উপস্থিত ছিলেন ড. আ. ন. ম. ফজলুল হক। সেমিনারে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. আবু মো. ইকবাল রুমী শাহ্। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক ও গবেষকবৃন্দার অনলাইনে অংশগ্রহণ করেন।
সময় জার্নাল/ইম