নিজস্ব প্রতিবেদক:
সুবিধাবঞ্চিত পরিবার এবং পিতামাতার স্নেহবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন সাধনের
স্বীকৃতিস্বরূপ এসওএস চিলড্রেন্স ভিলেজেস বাংলাদেশকে রোটারি হিউম্যানিটারিয়ান সার্ভিস অ্যাওয়ার্ড ২০২১-২২ প্রদান করা হয়েছে।
রোটারি ক্লাব অব ঢাকা স্টারস এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এই পুরস্কার হস্তান্তর করাহয়।
রোটারি ডিস্ট্রিক্ট(ডি৩২৮১) গভর্নর ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী এবং রোটারি ক্লাব অব ঢাকা স্টারস এর প্রেসিডেন্ট জহিরুল আলম এসওএস
চিলড্রেন্স ভিলেজেস বাংলাদেশ এর ন্যাশনাল ডাইরেক্টর ডাঃ মোঃ এনামুল হকের হাতে এ পুরস্কার তুলে দেন।
এ সময় রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণ সাধনে এসওএস চিলড্রেন্স ভিলেজেস বাংলাদেশ এর সাথে একত্রে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
ডিস্ট্রিক্ট ফার্স্ট লেডি রোকেয়া ফারুকী, সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর ইশতিয়াক জামান, ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট, ইঞ্জি. এম এ ওয়াহাব, পিপিটিআই এম নুরুল কবির, বিভিন্ন ক্লাবের সাবেক প্রেসিডেন্ট, চেঞ্জমেকার প্রেসিডেন্ট, রোটারেক্টর, ইন্টারঅ্যাক্টর, শিশু, মা এবং এসওএস চিলড্রেন্স ভিলেজ ঢাকার সহকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।