নিজস্ব প্রতিবেদক: দেশের প্রথম নন-ফিকশন স্যাটেলাইট চ্যানেল নেক্সাস টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘লেডিস ক্লাব’ শততম পর্ব উদযাপন করেছে। ৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত শততম পর্বে স্টুডিও এবং অনলাইনে অংশ নেন ২০ জনেরও বেশি অতিথি।
লেডিস ক্লাব মূলত নারীদের প্লাটফর্ম- যেখানে দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে সব শ্রেণিপেশার নারীরা যুক্ত হয়ে প্রাণখোলা আড্ডা দেন। সামাজ-সংসার-অর্থনীতি-শিল্প-সংস্কৃতি নিয়ে তাদের ভাবনা তুলে ধরেন।
প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত অনুষ্ঠিত এই লাইভ শোতে স্টুডিওতে এবং অনলাইনে অনেক নারী যুক্ত হন- যাদের মধ্যে একটি বড় অংশই ক্ষুদ্র উদ্যোক্তা। মাত্র সাড়ে তিন মাসেই এই অনুষ্ঠানটি নারীদের দৃষ্টি আকর্ষণ করেছে। সমাজের একেবারে প্রান্তিক নারীরা অনলাইনে কিংবা স্টুডিওতে এসে এই শোতে কথা বলছেন, আড্ডা দিচ্ছেন।
প্রতিদিন ৮ থেকে ১০ জন, কখনো আরও বেশি নারীকে যুক্ত করে দেড় ঘণ্টার একটি লাইভ শো চালিয়ে নেয়ার বিষয়টিকে চ্যালেঞ্জিং হিসেবে উল্লেখ করে নেক্সাস টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ‘গত কয়েক বছরে প্রচুর নারী উদ্যোক্তা তৈরি হয়েছেন। এর বাইরে নারীরা সবখানেই নিজেদের সফলতার স্বাক্ষর রাখছেন। তাদের প্রত্যেকেরই বলার মতো গল্প রয়েছে। সমাজ ও দেশ নিয়ে একজন সাধারণ নারীরও নিজস্ব চিন্তা-ভাবনা রয়েছে। তাদের সেই ভাবনা ও গল্প বলার জন্য আমরা একটা প্লাটফর্ম তৈরি করতে চেয়েছি। তারই ধারাবাহিকতা হচ্ছে লেডিস ক্লাব।’
সময় জার্নাল/এমআই