স্পোর্টস ডেস্ক : আরদুজ্জামান-তুহিনদের দারুণ পারফরম্যান্সে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে পোল্যান্ডকে উড়িয়ে বড় জয়ে শুভসূচনা করল বাংলাদেশ দল।
শুরু থেকে শেষ পর্যন্ত দাপটের সাথে খেলা বাংলাদেশ জাতীয় ভলিবল স্টেডিয়ামে রোববার প্রথম ম্যাচে ৪০-২২ পয়েন্টে পোল্যান্ডকে হারিয়ে দেয় বাংলাদেশ। প্রথমার্ধে জয়ী দল এগিয়ে ছিল ২০-১১ ব্যবধানে।
স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে হওয়া বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে অংশ নিচ্ছে পাঁচ দল। অন্য তিন দল কেনিয়া, শ্রীলঙ্কা ও নেপাল।
লিগ পদ্ধতির এই প্রতিযোগিতায় আগামী শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।
সময় জার্নাল/এমআই