নিজস্ব প্রতিনিধি: বিপিএলের প্লে অফ নিশ্চিত করতে রানের পাহাড় পাড়ি দিতে হবে চট্টগ্রামের। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে শনিবার মিরপুরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মুখোমুখি হয়েছে আগেই বিদায় নেয়া সিলেট সানরাইজার্সের। শেষ ম্যাচে ব্যাট হাতে বেশ জ্বলে উঠেছে সিলেট শিবির।
টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৬ রান করেছে সিলেট। প্লে অফ নিশ্চিত করতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নাই চট্টগ্রামের।
সিলেট বড় স্কোর গড়লেও ফিফটির দেখা পায়নি কেউ। তবে রানের দেখা পেয়েছেন পাঁচজন। সর্বোচ্চ ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেছেন সিলেট অধিনায়ক রবি বোপারা। ২১ বলের ইনিংসে তিনি হাঁকান চারটি চার ও দুটি ছক্কা। ২৭ বলে ৪৩ রান করেন লেন্ডল সিমন্স। তিনি হাঁকান পাঁচটি চার ও দুটি ছক্কা।
লোয়ার অর্ডারে রানের গতি বাড়িয়েছেন মোসাদ্দেক হোসেনও। ২২ বলে তিনি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৩৫ রানে। তার ইনিংস সাজানো তিন চার ও দুই ছক্কায়। ব্যাট হাতে সিলেটের শুরুটাও ভালো ছিল। ওপেনিং জুটিতে কলিন ইনগ্রাম ও এনামুল হক বিজয় তোলেন ৪১ রান। ১৯ বলে দুই ছক্কা ও এক চারে ২৪ রান করেন কলিন। ২৬ বলে তিন চার ও এক ছক্কায় ৩২ রান করেন বিজয়।
বল হাতে সিলেটের হয়ে সব বোলারই মার খেয়েছেন। ৪ ওভারে ৩৭ রানে সর্বোচ্চ তিন উইকেট নেন আসরের একমাত্র হ্যাটট্রিকম্যান মৃত্যুঞ্জয় চৌধুরি। মেহেদী হাসান মিরাজ ও শরিফুল ইসলাম নেন একটি করে উইকেট।
সময় জার্নাল/এলআর