হিলি প্রতিনিধি: হিলি স্থলবন্দর থেকে সরকার প্রতিবছর শত কোটি টাকার উপরে রাজস্ব আদায় করলেও হিলি স্থলবন্দরের প্রধাণ সড়ক গুলো বছরের পর বছর ধরে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। একসময়ের জনবহুল রেলস্টেশন আজ জনশুন্য।
হিলি স্থলবন্দরের রাস্তা-ঘাট দ্রুত সংস্কার এবং রেলস্টেশনটিকে পুনরায় উজ্জিবিত করার দাবিতে হিলিতে মানববন্ধন করেছে হিলি হাকিমপুর নাগরিক
কমিটি।
আজ রোববার সকাল ১০টায় হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে আমদানি-রফতানিকারক গ্রুপ, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন, ট্রাক শ্রমিক, বাস শ্রমিক, কুলি শ্রমিকসহ হিলির সকল সংগঠন ও শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
হিলি হাকিমপুর নাগরিক কমিটির আহ্বায়ক শাসুল হুদা খন এর সভাপতিত্বে
অনুষ্ঠিত ওই মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুকিতযোদ্ধা শাসুল আলম, সাবেক কমান্ডার ও সগঠনের যুগ্ম আহবাহক লিয়াকত আলী, হাসান চৌধুরী মধু, শ্রমিক নেতা মাহমুদল হক চৌধুরী প্রমুখ।
বক্তারা দ্রুত হিলি স্থলবন্দরের রাস্তা গুলো সংস্কারের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন।
সময় জার্নাল/আরইউ