খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ৪ ইউপি চেয়ারম্যান প্রথম সভার মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেছেন।
রবিবার দায়িত্ব গ্রহণ করেন কিশোরগঞ্জ সদর ইউপি নব নির্বাচিত চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু, মাগুড়া ইউপি চেয়ারম্যান প্রভাষক আখতারুজ্জামান মিঠু, বড়ভিটা ইউপি চেয়ারম্যান ফজলার রহমান ও চাঁদখানা ইউপি চেয়ারম্যান হাফিজার রহমান হাফি।
সকালে মাগুড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি সচিব, উদ্যোক্তা ও গ্রাম পুলিশের আয়োজনে অভিষেক, মতবিনিময় ও দোয়া মাহফিলের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন নব নির্বাচিত চেয়ারম্যান প্রভাষক আখতারুজ্জামান মিঠু। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রশিদুল ইসলামসহ অন্যান্য ইউপি সদস্য ও মহিলা সদস্যগন। নব নির্বাচিত চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের সকল সেবা জনগনের দোড়গোরায় পৌছে দেয়ার বিষয়ে সকলকে আশ্বস্ত করেন।
দুপুরে কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি সচিব এনামুল হকের সঞ্চালনায় ও প্রাক্তন শিক্ষক সামসুজ্জোহা বকুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নব নির্বাচিত চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সদ্য বিদায়ী চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছসহ বর্তমান ও সদ্য বিদায়ী ইউপি সদসরা।
মতবিনিময় সভায় নব নির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান ইউডিসি উদ্যোক্তা পরমেশর রায়। নবনির্বাচিত চেয়ারম্যান কিশোরগঞ্জ ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে মাদক,জুয়া,নারী নির্যাতন বন্ধসহ সকল প্রকার অনিয়ম দূর করতে সর্বস্তরের জনগণের সহযোগীতা কামনা করেন।
অপরদিকে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে চাঁদখানা ইউপি সচিব মাহফুজার রহমান’র সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন হাফিজার রহমান। এ সময় বক্তব্য রাখেন নব নির্বাচিত ১ নং ওয়ার্ড সদস্য হাসানুর ইসলাম ও ২ নং ওয়ার্ড সদস্য কেরামত আলীসহ অন্যান্য সদস্যবৃন্দ।
দুপুরে বড়ভিটা ইউপি সচিবের ধারাবাহিক সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নব নির্বাচিত চেয়ারম্যান ফজলার রহমান। এ সময় সকল ওয়ার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। নব নির্বাচিত চেয়ারম্যান বলেন, বড়ভিটা ইউপিতে কোন ধরনের অনিয়ম আমি নিজে করি নাই এবং করতেও দিব না। এই ইউনিয়ন হবে গোটা উপজেলার জন্য রোল মডেল।
এমআই