বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

একনজরে আইপিএলের ১০ দলের স্কোয়াড

রোববার, ফেব্রুয়ারী ১৩, ২০২২
একনজরে আইপিএলের ১০ দলের স্কোয়াড

স্পোর্টস ডেস্ক:

নানা আলোচনা ও চমকের মধ্য দিয়ে শেষ হয়েছে আইপিএলের মেগা নিলাম। এবারই প্রথম দশটি দল অংশ নিচ্ছে। গত দুই দিনের নিলামে সবাই তাদের স্কোয়াড সাজিয়ে নিয়েছে। বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। তাকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

চলুন একনজরে দেখে নেই প্রতিটি দলের স্কোয়াড

কলকাতা নাইট রাইডার্স: শ্রেয়াস আইয়ার, আন্দ্রে রাসেল, নীতিশ রানা, ভেঙ্কাটেশ আইয়ার, বরুণ চক্রবর্তী, শিবাম মাভি, প্যাট কামিন্স, সুনীল নারাইন, অজিঙ্কা রাহানে, স্যাম বিলিংস, অ্যালেক্স হেলস, শেলডন জ্যাকসন, অনুকূল রায়, রাসিখ দার, বাবা ইন্দ্রজিৎ, চমিকা করুনারত্নে, অভিজিৎ তোমর, প্রথম সিং, অশোক শর্মা, টিম সাউদি, রমেশ কুমার, মোহাম্মদ নবী, উমেশ যাদব ও আমান খান।

পাঞ্জাব কিংস: মায়াঙ্ক আগরওয়াল, লিয়াম লিভিংস্টোন, কাগিসো রাবাদা, শাহরুখ খান, শেখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, ওডিন স্মিথ, রাহুল চাহার, আর্শদীপ সিং, হরপ্রীত ব্রার, ঋষি ধাওয়ান, প্রেরক মানকাড, বৈভব অরোরা, প্রভশিমরান সিং, সন্দীপ শর্মা, ইশান পোরেল, জিতেশ শর্মা, রাজ বাওয়া, ঋত্তিক চ্যাটার্জি, বলতেজ ধান্দা, অংশ প্যাটেল, নাথান এলিস, অথর্ব তাইদে, ভানুকা রাজাপাক্ষে, বেনি হাওয়েল।

সানরাইজার্স হায়দ্রাবাদ: কেন উইলিয়ামসন, নিকোলাস পুরান, ওয়াশিংটন সুন্দর, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম, শ্রেয়াস গোপাল, প্রিয়ম গর্গ, জগদীশা সুচিথ, রোমারিও শেফার্ড, শন অ্যাবট, অভিষেক শর্মা, ভুবনেশ্বর কুমার, মার্কো ইয়ানসেন, আবদুল সামাদ, টি নটরাজন, কার্তিক তিয়াগী, ওমরান মালিক, আর সমর্থ, শশাঙ্ক সিং, সৌরভ দুবে, বিষ্ণু বিনোদ, গ্লেন ফিলিপস ও ফজলহক ফারুকী।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, আকাশ দীপ, মহিপাল লোমরর, হার্শাল প্যাটেল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জশ হ্যাজেলউড, ফাফ ডু প্লেসি, মোহাম্মদ সিরাজ, দীনেশ কার্তিক, কর্ণ শর্মা, সিদ্ধার্থ কাউল, অনুজ রাওয়াত, ফিন অ্যালেন, শেরফেন রাদারফোর্ড, জেসন বেহরেনডর্ফ, সুযশ প্রভুদেসাই, চামা মিলিন্দ, অনীশ্বর গৌতম, লুবনিথ সিসোদিয়া ও ডেভিড উইলি।

রাজস্থান রয়্যালস: সঞ্জু স্যামসন, প্রসিধ কৃষ্ণা, জস বাটলার, শুভম গাড়ওয়াল, জিমি নিশাম, নবদীপ সাইনি, কেসি কারিয়াপ্পা, ওবেদ ম্যাককয়, কুলদীপ সেন, করুণ নায়ার, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, ট্রেন্ট বোল্ট, দেবদত্ত পাড়িক্কাল, যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন, যশস্বী জয়সওয়াল, রায়ান পরাগ, তেজস বারোকা, কুলদীপ যাদব, নাথান কোল্টার-নাইল, রাসি ফন ডের ডুসেন ও ড্যারিল মিচেল।

মুম্বাই ইন্ডিয়ানস: রোহিত শর্মা, ঈশান কিষান, জাসপ্রিত বুমরা, সূর্যকুমার যাদব, কাইরন পোলার্ড, সঞ্জয় যাদব, রাহুল বুদ্ধি, হৃতিক শোকিন, অর্জুন টেন্ডুলকার, ড্যানিয়েল স্যামস, ডেওয়াল্ড ব্রেভিস, মুরুগান অশ্বিন, বেসিল থামপি, তিলক ভার্মা, জোফরা আর্চার, টাইমাল মিলস, টিম ডেভিড, রাইলি মেরেডিথ, মো. আরশাদ খান, অনমলপ্রীত সিং, রমনদীপ সিং, আরিয়ান জুয়াল ও ফ্যাবিয়ান অ্যালেন।

দিল্লি ক্যাপিটালস: ঋষভ পন্ত, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, মুস্তাফিজুর রহমান, মনদীপ সিং, ডেভিড ওয়ার্নার, খলিল আহমেদ, চেতন সাকারিয়া, শ্রীকর ভারত, কুলদীপ যাদব, অশ্বিন হেব্বার, কমলেশ নাগরকোটি, পৃথ্বী শ, মিচেল মার্শ, আনরিখ নর্কিয়া, সরফরাজ খান, ললিত যাদব, রিপাল প্যাটেল, যশ ধুল, রোভম্যান পাওয়েল, প্রবীণ দুবে, লুঙ্গি এনগিডি, টিম সেইফার্ট ও ভিকি অস্তওয়াল।

লখনউ সুপার জায়ান্টস: লোকেশ রাহুল, আভিশ খান, মার্কাস স্টয়নিস, দুষ্মন্ত চামিরা, কৃষ্ণাপ্পা গৌথাম, অঙ্কিত রাজপুত, ক্রুনাল পান্ডিয়া, মার্ক উড, জেসন হোল্ডার, মানীশ পান্ডে, রবি বিষ্ণয়, কুইন্টন ডি কক, দীপক হুদা, মহসিন খান, আয়ুশ বাদোনি, কাইল মেয়ার্স, কর্ণ শর্মা, এভিন লুইস ও মায়াঙ্ক যাদব।

চেন্নাই সুপার কিংস: রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, এম এস ধোনি, মঈন আলি, রাজবর্ধন হাঙ্গারগেকার,সিমারজিৎ সিং, ডেভন কনওয়ে, ডোয়াইন প্রিটোরিয়াস, মিচেল স্যান্টনার, আম্বাতি রাইডু, রুতুরাজ গায়কোয়ার, ডোয়াইন ব্রাভো, শিবম দুবে, রবিন উথাপ্পা, তুষার দেশপান্ডে, কে এম আসিফ, অ্যাডাম মিলনে, শুভ্রাংশু সেনাপতি, মুকেশ চৌধুরী, প্রশান্ত সোলাঙ্কি, সি হরি নিশান্থ, এন জগদীসান, ক্রিস জর্ডান ও কে ভগথ ভার্মা।

গুজরাট টাইটানস: রশিদ খান, হার্দিক পান্ডিয়া, লকি ফার্গুসন, বিজয় শঙ্কর, ডমিনিক ড্রেকস, নুর আহমেদ, দর্শন নলকান্দে, যশ দয়াল, আলজারি জোসেফ, প্রদীপ সাংওয়ান, রাহুল তেওয়াতিয়া, শুবমান গিল, মোহম্মদ শামি, রবি সাই কিশোর, অভিনব মনোহর, জেসন রয়, জয়ন্ত যাদব, ডেভিড মিলার, ঋদ্ধিমান সাহা, ম্যাথু ওয়েড, গুরকিরাত সিং ও বরুণ অরুন।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল