সময় জার্নাল ডেস্ক: গত কয়েক দিনের তাপদাহে অতিষ্ঠ নগরবাসী। তবে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। আগামী দু-এক দিনের মধ্যে আরও কমে আসবে। মঙ্গলবার (৩০ মার্চ) দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার (২৯ মার্চ) সকালে আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানায়।
আবহাওয়া অধিদফতর আরও জানায়, সোমবার আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঢাকা, ফরিদপুর, চাঁদপুর, রাজশাহী, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কিছু কিছু এলাকায় তা প্রশমিত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
সময় জার্নাল/আরইউ