ইমাম মেহেদী, নিজস্ব প্রতিবেদক : ‘১৯৭১’র গণহত্যার পাঁচ দশক: স্বীকৃতি, বিচার ও ইতিহাসের দায়’ শীর্ষক দিনব্যাপী সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে প্রবন্ধ উপস্থাপন করেন, বিশিষ্ট লেখক ও গবেষক শাহরিয়ার কবির।
সোমবার (২৯ মার্চ) শামসুর রহমান মিলনায়তনে ১৯৭১ গণহত্যা নির্যাতন ও আর্কাইভ জাদুঘর আয়োজিত সেমিনারে প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
গণহত্যার নতুন হিসাব শিরোনামে দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সম্মানিত অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ।
দ্বিতীয় অধিবেশনে প্রবন্ধ উপস্থাপর করেন, গবেষক আহম্মেদ শরীফ, মামুন সিদ্দিকী ও ড. চৌধুরী শহীদ কাদের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণহত্যা জাদুঘরের সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার ইতিহাসবিদ মুনতাসীর মামুন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন গবেষক ড. চৌধুরী শহীদ কাদের ও ড. মুশির্দা বিনতে রহমান।
এসময় গণহত্যা জাদুঘর থেকে প্রকাশিত বিভিন্ন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে ৬ষ্ঠ ব্যাচের প্রশিক্ষণার্থীদের পিজিটি কোর্সের সনদ তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও সংস্কৃতি প্রতিমন্ত্রী।
সময় জার্নাল/আরইউ